মাদারীপুরে আজ সোমবার সকাল থেকেই ঝলমলে রোদ। সেই সঙ্গে শরতের হিমেল ছোঁয়া। স্নিগ্ধ সকালে কৃতী শিক্ষার্থীরা চলে আসে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে আশপাশ।
আজ সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে শিখো-প্রথম আলো কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। জেলার পাঁচটি উপজেলা থেকে নিবন্ধিত কয়েক শ কৃতী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিয়েছে। সকাল ৯টার পর থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসতে থাকে কৃতী শিক্ষার্থীরা। কয়েক মাস পর বন্ধু ও সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় গল্প-আড্ডায় তারা উচ্ছ্বাসে মেতেছে। এ সময় সংবর্ধনা অনুষ্ঠান যেন উৎসবে রূপ নেয়।
অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীরা বন্ধুসভার তিনটি বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও উপহারসামগ্রী সংগ্রহ করে। পরে সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে গোলাপ দিয়ে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মাদারীপুর বন্ধুসভার সদস্যরা।
জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাজৈর পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে প্রিয়ন্তী দত্ত। অনুষ্ঠানের মঞ্চে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রিয়ন্তী বলে, ‘দীর্ঘ ১০ বছর স্কুলজীবন শেষ করে আমরা আজ এখানে এসেছি। আমরা যারা জিপিএ-৫ পেয়েছি, তারা সবাই একসঙ্গে হতে পেরে খুব ভালো লাগছে। প্রথম আলোর এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। সামনে আমাদের আরও ভালো করতে হবে।’
মাকে সঙ্গে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে কালকিনি উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী শাহরিয়ার সাবিত। সে বলে, ‘আমার এ অর্জনের পেছনে মায়েরই সব অবদান। মায়ের পাশে বসে অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউনাইটেড সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহাদেব বর্মণ। তিনি বলেন, ‘ভালো মানুষের খুব অভাব। তোমরা সব ভালো কাজের সঙ্গে থাক, সব ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হও। সততা, ন্যায়, নিষ্ঠা ও সুন্দর সামাজিক কাজে অংশগ্রহণ কর। ভালো বই পড়তে হবে। ভালো বই জীবন বদলে দেয়।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। আরও বক্তৃতা করেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেবতী মোহন সরকার, ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টারের (ম্যাটস) সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার, ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ফরিদপুরে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, মাদারীপুর বন্ধুসভার সভাপতি অখিল সরকার প্রমুখ। মাদারীপুর বন্ধুসভার সহসভাপতি আঞ্জুমান জুলিয়া ও সদস্য ইমরান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। সাংস্কৃতিক পর্বে কৃতী শিক্ষার্থীরাও অংশ নেয়।
দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখোর’ পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।