আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে হাটহাজারী–খাগড়াছড়ি সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
জানতে চাইলে হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক (মুহাদ্দিস) মাওলানা আশরাফ আলী নিজামপুরী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে শিক্ষকেরাও একাত্মতা জানিয়েছেন। শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভে শিক্ষার্থীরা ছাত্রদের প্রতি ন্যায়বিচার ও নিহত ব্যক্তিদের গুলি করার ঘটনার সুষ্ঠু দাবি জানান। এ ছাড়া বিক্ষোভে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল হাটহাজারী–খাগড়াছড়ি সড়কের যান চলাচল। সন্ধ্যা ছয়টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ শেষ হয় সাড়ে ছয়টা দিকে।
জানতে চাইলে আন্দোলনে থাকা হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার প্রচার সম্পাদক ও হাটহাজারী মাদ্রাসার সাবেক শিক্ষার্থী জিয়াউল কবীর প্রথম আলোকে বলেন, ছাত্রদের আন্দোলনের সংহতি জানিয়ে তাঁরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। মুরুব্বিদের সঙ্গে কথা বলে তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন।