সাগরে ধরা পড়ল দুই কেজি ২৮০ গ্রামের ইলিশ, প্রায় ৭ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আলমাসের জালে দুই কেজি ২৮০ গ্রাম ওজনের এ ইলিশটি ধরা পড়েছে। আজ মঙ্গলবার তোলাছবি: প্রথম আলো

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়ল দুই কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। প্রকাশ্যে নিলামের মাধ্যমে ইলিশটি ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুই দিন আগে কুয়াকাটার জেলে মো. আলমাস মাছ ধরার জন্য সাগরে যান। আজ মঙ্গলবার সকালে তাঁর জালে ধরা পড়ে এ ইলিশটি। সাগর থেকে ফিরে তিনি কুয়াকাটা পৌরসভার মাছ বাজারের মনি ফিশ আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান। সেখানে নিলামে ওঠানো হলে ফিশ ভ্যালি নামে একটি মার্চেন্ট মৎস্য ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের মালিক হাসান আমিন ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশ মাছটি কেনেন।

হাসান আমিন জানান, বড় মাছ দেখে তিনি নিলামে কিনে নিয়েছেন। এবার বিক্রির জন্য মাছটি ঢাকায় পাঠাবেন।

জেলে মো. আলমাস জানান, তিনি সব সময় ইলিশ মাছ ধরেন। এবার সাগরে গিয়ে হাইরের চর পয়েন্টে জাল ফেললে বড় আকারের এ ইলিশটি তাঁর জালে আটকা পড়ে। এত বড় ইলিশ পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন।

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, সরকারের নেওয়া নানা উদ্যোগের ফলে গত এক যুগে দেশে ইলিশের উৎপাদন ও গড় ওজন বেড়েছে। এ বছর মৌসুমি বায়ু আসার পর থেকে সমুদ্রে আগের চেয়ে ইলিশ বেড়েছে। এসব ইলিশ দেশের বিভিন্ন নদ-নদীতে আসতে শুরু করেছে। সাধারণত নদীর চেয়ে সাগরের ইলিশের ওজন বেশি ও আকৃতি বড় হয়। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে এত বড় একটি ইলিশ ধরা পড়েছে, এটি সত্যিই ভালো খবর।

অপু সাহা বলেন, সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এমন বড় আকারের ইলিশ মাছ বেশি ধরা পড়বে।