ফুলপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ছাত্রলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

ফুলপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ব্যানার ভাঙচুর করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুরে আজ বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা পৌরসভার শেরপুর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিলবোর্ড ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে তাঁরা ছাত্রলীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ফুলপুর পৌর শহরের ময়মনসিংহ-শেরপুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতা–কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা শেরপুর রোডে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ের ব্যানার ভাঙচুর করেন। বেলা সোয়া একটার দিকে তাঁরা ডাকবাংলো এলাকায় ছাত্রলীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আন্দোলনকারীদের কয়েকজন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ব্যানার ও মোটরসাইকেল ভাঙচুর করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।