চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলায় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলী চৌরাস্তা এলাকার একটি অটোরিকশার গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে স্বজনদের দাবি, ১১ হাজার টাকার জন্য তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত তরুণের নাম শরীফ তালুকদার (১৯)। তিনি বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের তালুকদার বাড়ির মফিজ তালুকদার ও আয়েশা বেগম দম্পতির ছেলে। শরীফের স্ত্রী বিউটি বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় রোববার দুপুরে শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভূঁইয়া চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বাগাদী ইউনিয়নের ইচলী চৌরাস্তা এলাকার অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানমালিক নানুপুর গ্রামের মো. রাসেল গাজী (২৮) ও তাঁর দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারীর (৩৫) নাম উল্লেখ করে এবং আজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

শরীফের মামা জসিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, শরীফের কাছে রাসেল গাজী অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পেতেন। সেই টাকার জন্য শনিবার রাত ৯টার দিকে শরীফকে অটোরিকশার গ্যারেজে ডেকে নিয়ে মারধর করেন রাসেল। মারধরের এক পর্যায়ে শরীফ মারা যান। তাঁর লাশ গ্যারেজে কাঠের সঙ্গে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়। রোববার সকালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি তাঁরা জানতে পারেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল গাজী ও সুমন পাটওয়ারী পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।