হালচাষ শেষ বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে চালকসহ দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে হালচাষ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে খালে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক-আতুকুড়া সড়কের কাষ্টনাল নামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের আক্তার মিয়ার ছেলে এমদাদুল মিয়া (২০) ও একই গ্রামের কুতুব আলীর ছেলে আমিন মিয়া (১৬)। এমদাদুল ট্রাক্টরটি চালাচ্ছিলেন। আমিন তাঁর সহযোগী ছিল।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে এমদাদুল ও আমিন আতুকুড়া দক্ষিণ গ্রামের ফারুক মিয়ার ট্রাক্টর নিয়ে চুক্তিতে অন্যের জমিচাষ করে আসছিলেন। প্রতিদিনের মতোই শুক্রবার সকালে জমিতে হালচাষ করতে ফান্দাউক ও আতুকুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে যান তাঁরা। চাষাবাদ শেষে বাড়িতে ফেরার পথে আতুকুড়া গ্রামের কাষ্টনাল সেতুর কাছে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে পাশের খালে পড়ে যায়। এতে চালক ও সঙ্গে থাকা সহযোগী নিচে চাপা পড়েন। ঘটাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার বলেন, জমিতে হালচাষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগতিতে ট্রাক্টর চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। এ বিষয়ে নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।