শপিং ব্যাগে ৫ কোটি টাকার আইস, গ্রেপ্তার ১

কক্সবাজারের রামুতে বিজিবির হাতে আটক মাদক পাচারকারীছবি: বিজিবির সৌজন্যে

কক্সবাজারের রামুতে শপিং ব্যাগের ভেতরে করে পাচারের সময় আইস নামে পরিচিত প্রায় এক কেজি ক্রিস্টাল মেথ মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মনির আহম্মদ (৫০)। তিনি রামুর কাউয়ার খোপ গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

গতকাল রোববার সন্ধ্যায় মরিচ্যার গোয়ালিয়া (চেকপোস্ট) এলাকায় এই মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ালিয়া তল্লাশিচৌকিতে কক্সবাজারগামী ইজিবাইক থামানো হয়।

যাত্রীর কথায় সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর হাতে থাকা শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯৯৫ গ্রাম আইস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আইসসহ রামু থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।