জীবননগর সীমান্তে ৫ কোটি টাকার সোনাসহ দুই চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের কাছে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২৩টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিশেষ টহল দলের সদস্যরা আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। বিজিবি জানায়, জব্দ সোনার বারগুলোর ওজন ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম। যার বাজারমূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।
আটক দুই চোরাকারবারি হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মুনসুর বিশ্বাসের ছেলে মো. পিন্টু বিশ্বাস (৫০) এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসাদুল হকের ছেলে মো. পিয়াস হোসেন (২১)।
রাতে ৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, এক ব্যক্তি জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়ক হয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবেন। তাঁর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উথলী সীমান্তচৌকি (বিওপি) থেকে ৫০ মিটার দূরে অবস্থায় নেয়। দুপুর ১২টার দিকে দুই চোরাকারবারি পিন্টু বিশ্বাস ও পিয়াস হোসেন একটি ইজিবাইকযোগে উথলী থেকে জীবননগর সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির এই দলের সদস্যরা তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ইজিবাইকের সামনের টুলবক্সের ভেতরে প্লাস্টিকের ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৬টি বড় ও ১৭টি ছোট সোনার বার পাওয়া যায়। দেখা যায়, ২৩টি সোনার বারের একত্রে ওজন ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম।
বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ জানান, মামলা করাসহ আসামিদের জীবননগর থানায় সোপর্দ এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।