বিদেশে পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা
ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করার অভিযোগে বরিশালে এক নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলাটি করেন প্রতারণার শিকার বরিশালের হিজলা উপজেলার আবুল হোসেন নামের এক ব্যক্তি। মামলায় আসামিদের বিরুদ্ধে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ অভিযোগ আমলে নিয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণ ও তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন, মোকছেদ আলী আকন, ঢাকার আশুলিয়ার বাসিন্দা নিলুফা বেগম ও ডেমরা এলাকার বাসিন্দা মো. সাইফ উদ্দীন।
মামলার আরজিতে বলা হয়, হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের প্রতিবেশী হেলাল উদ্দিন তাঁকে (আবুল) দুবাইয়ে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ জন্য তাঁর সঙ্গে সাড়ে তিন লাখ টাকায় দুবাই নেওয়ার চুক্তি করেন। ২০২১ সালে আবুল হোসেন দুই লাখ টাকা দিয়ে হেলাল উদ্দীনের মাধ্যমে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। ভিসা পাওয়ার পর বাকি টাকা পরিশোধের শর্তে তাঁদের মধ্যে চুক্তি হয়। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে হেলাল ও তাঁর সহযোগীরা আবুল হোসেনকে প্রতারণা করে সাত দিনের ট্যুরিস্ট ভিসায় দুবাই পাঠান। দুবাই পৌঁছানোর পর আবুল হোসেনকে স্থানীয় দালাল চক্র আটকে রেখে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। আবুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দালাল চক্র তাঁকে দুবাই পুলিশের হাতে তুলে দেয়। পরে দুবাই পুলিশ অবৈধভাবে দুবাইতে প্রবেশ করায় আবুল হোসেনকে দেশে ফেরত পাঠায়।
আরজিতে আরও বলা হয়, দেশে ফিরে টাকা ফেরত পেতে আবুল হোসেন আসামিদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আবুলকে কিরগিজস্তানে পাঠানোর জন্য আবার চার লাখ টাকা দাবি করেন। পরে আবুল রাজি হয়ে আরও দুই লাখ টাকায় নতুন করে চুক্তি করেন এবং টাকা পরিশোধ করেন। এরপর আসামিরা তাঁকে টেকনাফ নিয়ে অবৈধভাবে কিরগিজস্তানে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু সেখানে গিয়ে আবুল বিষয়টি বুঝতে পারেন, তাঁকে অবৈধ পথে কিরগিজস্তানে পাঠানো হবে। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় টেকনাফ থেকে পালিয়ে আসেন। এরপর তিনি টাকা ফেরত পেতে আদালতে এ মামলা করেছেন।