সাবেক এমপি সালাম মুর্শেদীকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানো হলো, জামিন নামঞ্জুর
বিভিন্ন সময় বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে হওয়া চারটি মামলায় খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সালাম মুর্শেদীর জামিন আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। পৃথক দুটি আদালত আজ রোববার দুপুরে চার মামলায় তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছিল র্যাব। এরপর তাঁকে রাজধানীর আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তাব্যবস্থায় খুলনা আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাঁকে কড়া নিরাপত্তাব্যবস্থায় কারাগারে পাঠানো হয়েছে। আদালত চত্বরে ছিল মানুষের ব্যাপক ভিড়। এ সময় অনেকেই সালাম মুর্শেদীকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তাঁদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
আসামিপক্ষের আইনজীবী তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের পথে নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৪ অক্টোবর সালাম মুর্শেদীসহ ২১৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিরুদ্ধে মামলা করেন বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় সালাম মুশের্দীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়। একই দিন দিঘলিয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম মোল্লার ওপর হামলা চালিয়ে মারধর ও গুলি করার অভিযোগে গত ৯ আগস্ট সালাম মুর্শেদীসহ ৮৩ জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় আরেকটি মামলা হয়। এ ছাড়া ২০২২ সালের ২২ অক্টোবর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মনিরুল হাসানসহ নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৯ আগস্ট আরেকটি মামলা হয়।