কয়রায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় একজন প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিক উজ জামান।
অব্যাহতি পাওয়া ওই কর্মকর্তার নাম হুমায়ুন কবির। তিনি কয়রার বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর উপজেলার দক্ষিণ মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের কথা ছিল।
তারিক উজ জামান জানান, হুমায়ুন কবিরের বিষয়ে এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নেওয়ার মৌখিক অভিযোগ পেয়েছিলেন। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়া যায়। ইতিমধ্যে তাঁর কাছ থেকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র ফেরত নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে নতুন নিয়োজিত কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
গত ২৯ মে তৃতীয় ধাপে কয়রা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয় নির্বাচন। পরে ৯ জুন ঘোষণা করা হয় ভোট গ্রহণের তারিখ।
কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম (আনারস), সাবেক চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসীন রেজা (মোটরসাইকেল) ও আওয়ামী লীগ কর্মী অনাদী সানা (ঘোড়া)।
সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৬ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।