মাদারীপুরে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। সোমবার বেলা তিনটার দিকে শহরে পুরান বাজার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে খাগদী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাওহীদ সন্ন্যামাত। ২৫ আগস্ট নিহত রাজমিস্ত্রি তাওহীদ সন্ন্যামাত হত্যার ঘটনায় জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ ৭০০ জনকে আসামি করা হয়।
এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান ওরফে গোলাপ, শাজাহান খানের ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খান বর্তমানে কারাগারে রয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কয়েকটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এসব অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।