পটুয়াখালীর মির্জাগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

অপরাধপ্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার সুবিদখালী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি। এ সময় তাঁর ঘর থেকে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করেন।

ওই সেনা কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এ অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, অভিযান চলাকালে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে তল্লাশির পর দুটি কক্ষ থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে এগুলো জব্দ করে জাহাঙ্গীরকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এসব অস্ত্র ও গুলি তিনি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহম্মেদ।