চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী ও মেয়ে আটক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মতিয়ার রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কেডিকে (খয়েরহুদা, দেহাটি, কাশিপুর) ইউনিয়নের দেহাটি গ্রামে নিজ বাড়িতে শয়নকক্ষে এ খুনের ঘটনা ঘটেছে।
নিহত মতিয়ার দেহাটি গ্রামের গোলাম রহমানের ছেলে। তিনি পেশায় বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় জীবননগর থানা–পুলিশ মতিয়ারের স্ত্রী তাছলিমা খাতুন (৪০) ও মেয়ে ময়না খাতুনকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না খাতুন তাঁর বাবাকে খুনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান-তাছলিমা খাতুন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে ময়না খাতুন বিবাহিত। স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে বেশ কিছুদিন ধরে ময়না বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবিদ হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ওসি বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে।