ঘাটাইলে মিনিট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে, নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মিনিট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার বিকেল চারটার দিকে ঘাটাইল-সাগরদিঘি সড়কের শহরগোপিনপুর চেচুয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান। তবে দুর্ঘটনার পরপর চালক মিনিট্রাকটি নিয়ে পালিয়ে যান। তাঁকে আটক করা যায়নি।
থানা-পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাগরদিঘির দিকে যাচ্ছিল। শহরগোপিনপুর চেচুয়াপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি মিনিট্রাক সেটাকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক ছিটকে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের যাত্রী মো. মোস্তফা (৪০)। তাঁর বাড়ি উপজেলার বড়মেধার গ্রামে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান আবু তালেব (৪২)। নিহত তালেব উপজেলার শিবেরপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। আহত দুজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঘাটাইল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।