চলন্ত ট্রেন দেখে শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন যুবক
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে টঙ্গীর বনমালা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
প্রাথমিকভাবে নিহত দুজনের নাম–পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজনের একজনের বয়স আনুমানিক ৩০ বছর; অন্যজনের ৮ বছর।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এর মধ্যে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে এগোলে হঠাৎ ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক ও সঙ্গে থাকা শিশুটি। ঘটনাস্থলে মারা যান দুজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত দুজন বাবা–ছেলে। গতকাল রাত পৌনে ১০টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে আসতে দেখেই ওই বাবা তাঁর শিশুসন্তানকে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান দুজন।
ছোটন শর্মা আরও বলেন, ট্রেনে কাটা পড়ে দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে।