চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর থেকে বাদ পড়ল শেখ কামালের নাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপিত শেখ আইটি বিজনেস ইনকিউবেটরছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট। গত মঙ্গলবার প্রকাশিত আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক মোহাম্মদ মশিউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২তম সভার সিদ্ধান্ত মোতাবেক শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর ও দুটি ডরমিটরির নাম পরিবর্তন করা হয়েছে। শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের বর্তমান নাম হবে আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট। পাশাপাশি ইনকিউবেটরের পাশে স্থাপিত শেখ জামাল ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ডরমিটরি-১ এবং রোজী জামাল ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ডরমিটরি-২ করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ মশিউল হক প্রথম আলোকে বলেন, এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি কমিটির সুপারিশক্রমে হাই-টেক পার্কের আওতায় শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

২০২২ সালের জুনে চুয়েটে ১১৭ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৭ একর জায়গার ওপর নির্মাণ করা হয় দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি করা, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ সৃষ্টি করাসহ নানা লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হয়।