ভবদহ অঞ্চলে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে স্মারকলিপি

যশোর জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন
ছবি: সংগৃহীত

যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চল থেকে এনজিও ও সরকারি সংস্থার ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি। আজ বৃহস্পতিবার যশোরের জেলা প্রশাসক বরাবর এই দাবিতে স্মারকলিপি দিয়েছেন কমিটির নেতারা।

আজ দুপুর ১২টার দিকে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এরপর জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর উপজেলার ভবদহ অঞ্চলে দুই শতাধিক গ্রামের পাঁচ লক্ষাধিক মানুষ অতিবৃষ্টির কারণে গত প্রায় এক মাস ধরে পানিবন্দী হয়ে আছেন। এলাকার মানুষের ঘরের ভেতরে পানি, গোয়ালে পানি, রান্নাঘরেও পানি। ভেসে গেছে মাছের ঘের। শাকসবজিসহ সব ফসল নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষের বাঁচার মতো কোনো ঠাঁই নেই।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এই পরিস্থিতিতে সংসার চালানো একেবারে অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু এনজিও এবং সরকারি সংস্থাগুলো এই অঞ্চলের গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করতে চাপ দিচ্ছে। স্মারকলিপিতে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানানো হয়।

স্মারকলিপি পেশ করার সময় ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম উর রহমান, নাজিমউদ্দীন, জিল্লুর রহমান, সাধন বিশ্বাস, উত্তম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।