ঝিনাইদহে বিক্ষোভ চলাকালে সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারের গাড়ি ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারের গাড়ি ভাঙচুর করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নায়েব আলী জোয়াদ্দার তখন ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে সারা দেশের মতো তাঁরা বেলা ১টা থেকে ওই সড়কে বিক্ষোভ শুরু করেন। এর কিছু সময় পর সেখানে আসেন সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার। তিনি গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ইট ছুড়লে তাঁর গাড়ির পেছনের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

সংসদ সদস্যের সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, তাঁরা শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে দলীয় কাজে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে শিক্ষার্থীদের জটলা দেখে সংসদ সদস্য গাড়ি থেকে নেমে পড়েন। তিনি ছাত্রদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ছাত্রদের তিনি বোঝাচ্ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে কিছু যুবক তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। এতে সংসদ সদস্যের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা এগিয়ে আসেন। তাঁরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। এ ঘটনার প্রতিবাদে বিকেলে শৈলকুপা শহরে প্রতিবাদ সভা করার ঘোষণা দেওয়া হয়েছে।

এ ব্যাপার শৈলকুপা থানার ওসি (তদন্ত ) রিয়াজুল হাসান জানান, ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা এখনো ঘটনাস্থলে আছে, পরিস্থিতি শান্ত আছে। সন্ধ্যা পর্যন্ত সংসদ সদস্য থানায় কোনো অভিযোগ দেননি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।