টঙ্গীতে আগুনে পুড়ল ১৭টি ঝুটের দোকান

গাজীপুরের টঙ্গীতে আগুন লেগে ঝুটের ১৭ দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরেছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে আগুন লেগে ঝুটের ১৭টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টঙ্গী ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর মিলগেট এলাকায় সারি বেঁধে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য ঝুটের দোকান। এর মধ্যেই আজ ভোর সাড়ে ৫টার দিকে একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া উঠতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে ঝুটের দোকানি ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট। সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম প্রথম আলোকে বলেন, ‘আগুন লাগার খবর পাই ভোর ৫টা ৩০ মিনিটে। এরপর ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করার ৩৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণে সক্ষম হই। আগুনে ঝুটের ১৭টি দোকান পুড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’