বাউফলে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের প্রতীক ঘোড়া। ওই প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিছিলে জীবন্ত ঘোড়া ব্যবহারের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। আবদুল মোতালেব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোতালেবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এতে তিনি আজ শুক্রবার বেলা দুইটার মধ্যে ওই প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেন।
নোটিশ পাওয়া আবদুল মোতালেব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।
নোটিশে বলা হয়েছে, প্রতীক বরাদ্দ পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বগা বন্দর এলাকায় দুটি জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল হয়েছে। যার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ প্রথম আলোকে বলেন, তিনি (আবদুল মোতালেব) যথাসময়ে লিখিতভাবে জবাব দিয়েছেন। স্বীকার করেছেন, তাঁর অনুপস্থিতিতে উৎসুক জনতা জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করেছেন, যা তিনি জানেন না। এ ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশসহ ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ মর্মে লিখিতভাবে জানিয়েছেন।
দ্বিতীয় ধাপে ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।