ফরিদপুরে সার্কিট হাউস থেকে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুর সার্কিট হাউসের একটি কক্ষ থেকে এক পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউসের পূর্ব পাশের জবা-৬ নম্বর কক্ষের ভেতর থেকে গলায় রশি বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম ভানু জমাদ্দার (৩৫)। তিনি শহরের হাবেলি গোপালপুর মহল্লার রেল কলোনির বাসিন্দা শংকর জমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, জবা-৬ নম্বর কক্ষের ভেতরের শৌচাগারের দরজার ওপরে একটি ফাঁকা অংশ আছে। ওই অংশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ভানু জমাদ্দারের লাশ পাওয়া যায়।
আজ সকালে সার্কিট হাউসের কর্মচারীরা কক্ষের ভেতরে লাশটি দেখতে পান। পরে তাঁরা সার্কিট হাউসের দায়িত্বে থাকা ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদকে বিষয়টি জানান।
এনডিসি আশিক আহমেদ বলেন, ২০১৯ সালে চাকরি পাওয়ার পর থেকে সার্কিট হাউসের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভানু জমাদ্দার। প্রতি রাতেই তিনি বাড়িতে যেতেন। তবে গতকাল বুধবার দিবাগত রাতে তিনি বাড়ি ফেরেননি বলে জানা গেছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল বলেন, ওই পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।