লালমনিরহাটে বিয়েবাড়ির চায়ে কীটনাশক, অসুস্থ ১২ জন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাকজিটারী গ্রামের একটি বিয়েবাড়িতে কীটনাশক দিয়ে বানানো চা খেয়ে ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, কাকজিটারী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে একই উপজেলার কুজারবাজার এলাকার আবদুর ছালামের ছেলে মো. রিপন আলীর বিয়ের দিন ছিল গতকাল শুক্রবার। গতকাল রাতে বরযাত্রী আসার কথা। দুপুরের দিকে কনেপক্ষের আত্মীয়দের আপ্যায়ন করা হয়। বরযাত্রী আসার আগে কনের বাড়ির লোকজন নিজেদের জন্য চা বানান। তখন ভুলে বাড়িতে ভুট্টা আবাদের জন্য আনা কীটনাশক দেওয়া হয় তাতে। সেই চা পান করে ওই বাড়ির ১২ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, তাঁদের সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ওমর ফরুক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, পরে রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।