জাহাঙ্গীরনগরে অনশন ভাঙলেন ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিচার চাওয়া শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দফা দাবিতে আমরণ অনশন বসেন এক শিক্ষার্থী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকেছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিচার ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থী তাঁর কর্মসূচি প্রত্যাহার করেছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের আশ্বাসে তিনি জুস পান করে অনশন ভাঙেন।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন জিয়াউদ্দিন আয়ান নামের ওই শিক্ষার্থী।

আরও পড়ুন

অনশন ভাঙার পর জিয়াউদ্দিন বলেন, ‘আমি দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে, জুলাই আন্দোলনে হামলাকারী ব্যক্তিদের বিচারের জন্য যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার প্রকাশ করা হবে। পাশাপাশি ইতিমধ্যে শনাক্ত হওয়া হামলাকারী ব্যক্তিদের বিষয়ে একই দিন সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

জিয়াউদ্দিন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে জাকসু কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, আজ জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এর পরিপ্রেক্ষিতে আমি অনশন থেকে সরে এসেছি।’

অনশন কর্মসূচি ভাঙার সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও অনুষদের ডিন।