তারাকান্দায় ‘বিদ্রোহী’ প্রার্থীর কার্যালয়ে গুলি-ককটেল হামলার অভিযোগ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকারের নির্বাচনী কার্যালয়ে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুজ্জামান সরকার। তিনি তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। তবে সম্প্রতি তাঁকে বহিষ্কার করা হয়েছে। ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
নুরুজ্জামান সরকার ও একাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, আজ রাত আনুমানিক আটটার দিকে তারাকান্দা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় নুরুজ্জামান সরকারের নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন কয়েকজন কর্মী–সমর্থক। ওই সময় কর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন কর্মী আহত হয়েছেন বলে নুরুজ্জামানের দাবি। তবে ওই সময় নুরুজ্জামান সরকার প্রচারণাকারী ওই দলে ছিলেন না।
নুরুজ্জামানের অভিযোগ, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হকের পক্ষের কর্মীরা এ হামলা করেছেন। এর আগে গতকাল বুধবারও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের কর্মীরা নুরুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে গিয়ে হুমকি দেন।
নুরুজ্জামান সরকার বলেন, ‘আমার ধারণা, আমাকে হত্যার উদ্দেশ্যে এমন হামলা হয়েছে। তবে আমার নাতি হয়েছে আজ। এ খবর পেয়ে হামলার আগে আমি কিছু সময়ের জন্য প্রচারণা থেকে বিদায় দিয়ে বাড়ি যাই। ভাগ্যগুণে আমি হয়তো রক্ষা পেয়েছি। কিন্তু আমার কর্মীদের আহত করা হয়েছে। আমি হামলার আশঙ্কা পুলিশের কাছে জানিয়েছিলাম কয়েক দিন আগে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’
তবে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজ রাত ৯টায় মুঠোফোনে বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ওপর হামলা হয়নি। আজ সন্ধ্যার পর আওয়ামী লীগ প্রার্থীর মিছিলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছি।’
আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক বলেন, ‘আমি হামলার খবর শুনেছি। তবে ঘটনার সময় আমি দূরে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। কাজেই বিস্তারিত বলতে পারছি না।’