জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আহত এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গুরুতর আহত ওই ব্যক্তির নাম জব্বার। তিনি পেশায় একজন দোকানদার। এ ছাড়া আহত অন্য দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. শাহারিয়ার ও নিরাপত্তা প্রহরী অজয় হালদার।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান জানান, গতকাল রাত ১০টার পর তিন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তাঁর মুখ, হাত, পা–সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি। বাকি দুজনের মধ্যে শাহারিয়ার প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ–সংলগ্ন এলাকায় শিয়ালের আক্রমণের মুখে পড়েন।
আহত অবস্থায় অজয় হালদার বলেন, তাঁরা তিনজন রাত ১০টার দিকে ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে তাঁর পায়ে কামড় বসায়। তখন আঘাত করলে আবার জঙ্গলে চলে যায় বন্য প্রাণীটি।
ধারণা করা হচ্ছে, র্যাবিসে আক্রান্ত একটি শিয়াল ওই তিন ব্যক্তিকে কামড় দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, শিয়ালটি সম্ভবত র্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। এখন সামনে যাকে পাবে, তাকেই সে কামড়াবে। অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দিতে হবে। আর যাঁরা আহত হয়েছেন, তাঁদের সবাইকে টিকা নিতে হবে।