সোনাগাজীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফেনীর সোনাগাজীতে বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যালয়ের শৌচাগারের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম খাদিজা আক্তার। সে উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল এলাকার বাহারাইন প্রবাসী মো. শাহীন আলমের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রবাসী শাহীন আলমের স্ত্রী বাড়িতে কাজ করছিলেন। তখন শিশুটি বাড়ির পাশের স্কুল আঙিনায় ছেলে-মেয়েদের সঙ্গে খেলছিল। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় পা পিছলে বিদ্যালয়ের শৌচাগারের জন্য করা গর্তে পড়ে যায় সে। পরে তার সঙ্গে থাকা শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। রাতে জানাজা শেষে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর শুনেছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।