সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে এক পর্যটক ও দুই শিশুর মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে এক পর্যটক তরুণ ও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র ও কাঁঠালবাড়ি গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া পর্যটকের নাম রাগিব ইয়াসার (১৯)। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বাবার নাম আহসান হাবিব। মারা যাওয়া দুই শিশু হলো কাঁঠালবাড়ি গ্রামের আবদুর শহীদের ছেলে আরিয়ান (৭) ও আবদুল গফুরের মেয়ে মনসুরা (৬)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে গিয়েছিলেন রাগিব। আজ বিকেল চারটার দিকে তাঁরা সাদাপাথর পর্যটন কেন্দ্রে পৌঁছান। এরপর বন্ধুরা মিলে পানিতে গোসলে নেমেছিলেন। একপর্যায়ে রাগিব স্রোতে তলিয়ে যান। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা পর অচেতন অবস্থায় রাগিবকে উদ্ধার করা হয়। পরে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাগিবকে সিলেটের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আজ দুপুরে কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি গ্রামে মসজিদের পাশে খেলছিল শিশু আরিয়ান ও মনসুরা। ওই মসজিদের সামনে খোলা মাঠে সম্প্রতি বৃষ্টির কারণে পানি জমে ছিল। খেলার এক পর্যায়ে মসজিদের পাশের ওই জলাশয়ে নামে দুই শিশু। এ সময় দুই শিশু পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন পানিতে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত দুই শিশুর মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। পর্যটনকেন্দ্রে নিহত তরুণের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।