কুমিল্লা সীমান্তে কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লার সীমান্তে পৃথক দুটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছেন বিজিবি সদস্যরা
ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্তে পৃথক দুটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা মুঠোফোন, কাপড়সহ প্রায় কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ সোমবার দুপুরে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানিয়েছেন। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের আমানগন্ডা বিওপির বিজিবির সদস্যরা আজ ভোরে চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর কাচিগাং এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২১টি নতুন ও পুরাতন মুঠোফোন আটক করা হয়। এসব মুঠোফোন সেটের বর্তমান বাজারমূল্য ৫১ লাখ ৯৯ হাজার টাকা।

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্ট বিজিবির সদস্যরা সোমবার ভোরে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৭ হাজার ৯৭০টি বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি, ৫৮০টি শাড়ি, ১৩৫টি কাশ্মীরি শাল, ৫৭টি শার্ট, ৩৯৬টি গেঞ্জি এবং একটি মিনিট্রাক জব্দ করা হয়। এসব মালামালের বর্তমান বাজারমূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।