পাওনা টাকা আদায় করে বাড়ি ফেরা হলো না ফল ব্যবসায়ীর

মীর হোসেনছবি: সংগৃহীত

ব্যবসার বকেয়া টাকা আদায় করতে ফেনীর ফুলগাজী গিয়েছিলেন ফল ব্যবসায়ী মীর হোসেন (৫৫)। তবে টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না তাঁর। মঙ্গলবার রাত ৯টায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের হাসানপুর এলাকায় তাঁকে বহন করা অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাটি কাটার খননযন্ত্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন।

নিহত মীর হোসেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামের মৃত মোহাম্মদ ইয়াকুবের ছেলে এবং ফেনী পৌরসভার মহিপাল এলাকায় ফল মার্কেটের একজন ফল ব্যবসায়ী ছিলেন।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মীর হোসেন ফল বিক্রির টাকা নিতে ফুলগাজীতে আসেন। ফেরার সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ও ফুলগাজী ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিদের ফেনী সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত মীর হোসেনের জামাতা মো. সোহেল বলেন, তাঁর শ্বশুর মীর হোসেন ফেনী পৌরসভার মহিপাল এলাকায় অবস্থিত ফল মার্কেটের একজন ফল ব্যবসায়ী ছিলেন। তিনি ফুলগাজীর কিছু দোকানে বাকিতে ফল বিক্রি করেছিলেন। তিনি ওই বকেয়া টাকা আদায় করতে গতকাল বিকেলে ফেনী থেকে ফুলগাজী গিয়েছিলেন। রাত ৯টার দিকে ফুলগাজী থেকে ফেনী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও খননযন্ত্র উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে রেখেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।