দাউদকান্দিতে ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মো. শাহাদাৎ হোসেন ওরফে রনি (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার পুলিশ আজ বুধবার বিকেলে উপজেলার ভিকতলা গ্রামের একটি বাড়ির তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। শাহাদাৎ স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারের হালুয়া–রুটির ব্যবসা করতেন।
শাহাদাৎ হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামে। তিনি দাউদকান্দির ভিকতলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে ইলিয়টগঞ্জ বাজারে ব্যবসা করতেন।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের দুই সদস্য বলেন, গত সোমবার সকালেও ব্যবসায়ী শাহাদাৎ বাজারের হালুয়া-রুটি বিক্রি করেন। এর পর থেকে তাঁকে আর দেখা যায়নি। বাড়ির মালিক আবদুর রাজ্জাক আজ সকাল আটটার দিকে একটি তালাবদ্ধ কক্ষের ভেতরে তাঁর লাশটি দেখতে পান। খবর পেয়ে দাউদকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ী লাশটি উদ্ধার করেন।
শাহাদাৎ হোসেনের বাবা আছলাম ঢ়াড়ী এলাকায় ভাড়া থেকে হালুয়া রুটি বিক্রি করতেন। শাহাদাৎ হোসেনও বাবার সঙ্গে প্রায় ১৫ বছর ধরে এ এলাকায় হালুয়া রুটি বিক্রি করেছেন। এক বছর আগে তাঁর বাবা সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রনি নামের এক যুবককে সঙ্গে নিয়ে হালুয়া–রুটি বিক্রি করতেন। শাহাদাৎ হোসেনের সহযোগী রনি পলাতক আছেন।
ভীরতলা গ্রামের দোকানদার মো. রফিকুল ইসলাম বলেন, শাহাদাতের সঙ্গে স্থানীয় কারও বিরোধ নেই। সবাই তাঁকে ভালো জানে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানার জন্য এলাকাবাসীর কৌতূহল আছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা যায় নিহত ব্যক্তির মুখমণ্ডল থেঁতলে আছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা, তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত রহস্য জানা যাবে।