টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ডাম্পট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের শিলমুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে চালককে আটক ও ডাম্পট্রাকটি জব্দ করে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম নয়ন (১৫)। তার বাবার নাম সোহাগ মিয়া। তাঁরা টঙ্গীর আরিচপুরের স্থানীয় রফিক গাজীর বাড়িতে বসবাস করেন। তাঁদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ত নয়ন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন তার চাচা মো. কাউসারের সঙ্গে মোটরসাইকেলে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক ধরে পূবাইলের হায়দরাবাদ এলাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে শিলমুন বাজারে পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ডাম্পট্রাক ধাক্কা দেয়। নয়ন ট্রাকের নিচে পড়ে যায় এবং চাকায় স্পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে আশপাশের লোকজন আহত কাউসার ও নয়নের লাশ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে নিহত নয়নের লাশ উদ্ধার করেছি। ট্রাকচাপায় নয়নের মাথা থেঁতলে গেছে। ঘটনায় জড়িত ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছি।’