যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম, তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম: চরমোনাই পীর

বাউফল উপজেলা পরিষদের সভাকক্ষে যুব আন্দোলনের সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার বিকেলে
ছবি: প্রথম আলো

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতার মসনদে বসবে, সেই সুযোগও দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে কোনো অন্যায় থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে।’

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেন। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রেজাউল করীম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম, তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম, কিন্তু তা করিনি। আমাদের ব্যবহার করে কেউ মসনদে বসে দুর্নীতি, অনিয়ম, গুম, খুনের রাজনীতি করবে, তা ইসলামী আন্দোলন সমর্থন করে না। ইসলামী আন্দোলন ন্যায়নীতির রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না।’

উপজেলা যুব আন্দোলনের সভাপতি এইচ এম নুরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিক। অন্যান্যের মধ্যে ছিলেন পটুয়াখালী জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মাদ আলী হাসান রুহানী, সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী প্রমুখ।

সম্মেলনে উপজেলা যুব আন্দোলনের সভাপতি পদে এইচ এম রুহুল, সহসভাপতি পদে মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক পদ মো. ফরিদ উদ্দিনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আমির মুফতি রেজাউল করীম। পরে তিনি নতুন কমিটির নেতাদের শপথ পাঠ করান।