গাইবান্ধায় শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধায় সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে বের করা মিছিলে ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সারা দেশের মতো পূর্বঘোষিত কোটা সংস্কারের দাবিতে রোববার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন তাঁদের বিক্ষোভে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করলে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে আন্দোলনকারীরা জেলা শহরের রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের ডিবি রোডের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।

জানতে চাইলে ছাত্রলীগ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি নাঈমুল ইসলাম বলেন, কোটা সংস্কার সাধারণ ছাত্রদের যৌতিক দাবি। তবে কোটা সংস্কারের নামে ক্লাস-পরীক্ষা বর্জনের চেষ্টা করলে তার প্রতিবাদ করবে ছাত্রলীগ। কলেজ চত্বরে ব্যানার নিয়ে সাধারণ শিক্ষার্থী ও বামপন্থী সংগঠনের সঙ্গে তর্ক হচ্ছিল। ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁদের থামাতে যায়। এ হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।

কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা বলেন, দুপুরে কলেজ চত্বরে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী আন্দোলনকারীদের ওপর হামলা করেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিন থেকে চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেকে বাড়ি ফিরে যান।