নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার গোমতী নদীপাড় পালপাড়া এলাকার কুমিল্লা-বুড়িচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৪), ভুবনগড় এলাকার প্রয়াত মনির হোসেনের ছেলে মিনহাজুল ইমন (১৬) ও পাশের বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৫)। বিয়ের অনুষ্ঠান থেকে একজনকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে তারা এ দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় আহাদের মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে কোরিওগ্রাফার মিনহাজুলকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথে দিবাগত রাত একটার দিকে পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করেছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, একটি বিয়ের অনুষ্ঠান থেকে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।