সড়কে ইট ভাঙার মেশিন উল্টে প্রাণ গেল শ্রমিকের
পিরোজপুরের নাজিরপুরে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙার মেশিন উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রমজান মৃধা (১৮)। তিনি উপজেলার শেখমাটিয়া গ্রামের নূর ইসলামের ছেলে। রমজান সদর উপজেলার কলাখালী গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় মেশিনের চালক আজিজুল শেখ (১৯) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে পিরোজপুরের সদর উপজেলার কলাখালী গ্রামের আজিজুল শেখ ইট ভাঙার মেশিন নিয়ে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রমিক রমজান মৃধা। সকাল ৮টার দিকে শ্রীরামকাঠী সড়কের বকুলতলা নামক স্থানে ইট ভাঙার মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে শ্রমিক রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। আজিজুল শেখকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠান।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিনাত তাসমিন বলেন, রমজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আজিজুলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।