টিকা নেওয়ার পর ৩৩ ছাত্রী অসুস্থ, চিকিৎসক জানালেন ‘ম্যাস প্যানিক’
বরগুনার বেতাগীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার একদিন পর একটি বিদ্যালয়ে ৩৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অ্যাসেম্বলি চলাকালে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, টিকার কারণে নয়, ছাত্রীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতি ও রোববার বিদ্যালয়ের ৯০ ছাত্রীকে এইচপিভি টিকা দেওয়া হয়। গতকাল পাঠদান শুরুর আগে শিক্ষার্থীরা জাতীয় সংগীত ও অ্যাসেম্বলিতে (পিটি) অংশ নেয়। এ সময় তীব্র রোদে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর অল্প সময় পর আরেক এক ছাত্রী শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আরও অনেক ছাত্রী অসুস্থ হতে শুরু করে। পরে তাদের চিকিৎসার জন্য বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অসুস্থ ছাত্রীদের বেশিরভাগই রোববার এইচপিভি টিকা নিয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ২০ মেয়ে টিকা নিয়েছিল। পরে তাদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রোববারও ৭০ মেয়েকে টিকা দেওয়ার পর ছুটি দেওয়া হয়। গতকাল বিদ্যালয়ে কাউকে টিকা দেওয়া হয়নি। শিক্ষার্থীরা অ্যাসেম্বলি করে ক্লাস রুমে গিয়েছিল। ক্লাসে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়েছিল। তখন প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকে খবর দেওয়া হয়। তবে পর্যায়ক্রমে অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়ছিল। তখন হাসপাতালে খবর দিয়ে অ্যাম্বুলেন্স ও অটোরিকশায় করে ছাত্রীদের হাসপাতালে নেওয়া হয়।
বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদ হাসান বলেন, ‘৩৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা কেউ টিকার কারণে অসুস্থ হয়নি। রোদে পিটি করার কারণে কিছুটা দুর্বল হয়ে দুই–একজন অসুস্থ হয়ে গিয়েছিল। এটা দেখে বাকি মেয়েরা আতঙ্কিত (ম্যাস প্যানিক) হয়ে অসুস্থ হয়ে পড়ে।’