পেট্রাপোল পরিদর্শনে অমিত শাহ, বেনাপোলে চার ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ
যশোরের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চার ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ ছিল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসায় আজ রোববার সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত চার ঘণ্টা বন্দর দুটি দিয়ে দুই দেশের যাত্রী পারাপার বন্ধ রাখা হয়।
অমিত শাহর পরিদর্শন উপলক্ষে স্থলবন্দর দুটি দিয়ে গতকাল শনিবার ও আজ রোববার দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ আছে। আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে পেট্রাপোল স্থলবন্দরের ব্যবস্থাপক কমলেশ শাহনি চিঠি দিয়েছিলেন। কিন্তু চিঠিতে যাত্রী পারাপার বন্ধের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। হঠাৎ করে চার ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার প্রথম আলোকে বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। তাঁর নিরাপত্তার কারণে গতকাল থেকে আজ পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড (ওঠানো-নামানো) কার্যক্রম স্বাভাবিক আছে। তবে অমিত শাহের নিরাপত্তার কারণে পেট্রাপোল ইমিগ্রেশন যাত্রীদের নিতে না চাওয়ায় আজ সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা কিছুক্ষণের জন্য যাতায়াত করতে পারেননি।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসান বলেন, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের অনুরোধে সকাল ৯টা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীদের যাতায়াত বন্ধ রাখা হয়। দুপুর একটা থেকে দুই দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত আবার শুরু হয়।