শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কেশবপুরে মিছিল, সড়ক অবরোধ

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে যশোরে প্রতিবাদে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধছবি: প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে যশোরে সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিবাদে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে যশোরের কেশবপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী জড়ো হয়ে মিছিল করেন। পরে তাঁরা যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেশবপুরের ব্যস্ততম ত্রামোহিনী মোড়ে এসে বসে পড়েন। এ সময় তাঁরা ‘তুমি কে, আমি কে, সমন্বয়ক, সমন্বয়ক’, ‘জেগেছে রে জেগেছে, রক্ত জেগেছে’ স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের প্রধান দাবি, কোটা সংস্কার আন্দোলনের ৯ দফা বাস্তবায়ন।’

তাঁরা বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকে যায়। পরে শিক্ষার্থীরা ফিরে গিয়ে কলেজ গেটের সামনে অবরোধ করেন। এরপর কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে মিছিল শেষ করেন তাঁরা।

মিছিল–অবরোধকালে ঘটনাস্থলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমসহ পুলিশের অনেক সদস্য উপস্থিত ছিলেন।