পাবনায় মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু, ৩ জন হাসপাতালে
পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার রাতে উপজেলার চর ভাঙ্গুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজনের একজন হলেন উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রবীন ঘোষ (২৫)। অন্যজন ১৭ বছর বয়সী এক কিশোর।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার উৎসব–পরবর্তী আনন্দ উদ্যাপনে গতকাল সন্ধ্যার পর কয়েকজন বন্ধু মিলে মদ পান করেন। তাঁদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশী ও স্বজনেরা বিষয়টি টের পেয়ে তাঁদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে ওই কিশোরের মৃত্যু হয়। অন্য যুবকদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে রবিন ঘোষের অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেন জানান, যুবকদের মধ্যে মদপানে অসুস্থ হওয়ার লক্ষণ ছিল। তাঁদের মধ্যে দুজন মারা যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। গুরুতর অসুস্থ তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মদ পান করে পাঁচ যুবক অসুস্থ হয়েছিলেন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।