চট্টগ্রাম সিটি করপোরেশন
প্রকৌশলী ঝুলনকে আবার চট্টগ্রামে বদলি, ক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম নগরে সড়কবাতি নেভানোর ঘটনায় আলোচিত প্রকৌশলী ঝুলন কুমার দাশকে আবার চট্টগ্রাম সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। গত রোববার তাঁকে রংপুর সিটি করপোরেশন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়। তবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি। ছাত্র আন্দোলন চলাকালে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরেক চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ঝুলন কুমার দাশের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশন বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে মাঠের কর্মসূচি দেবেন বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল-ইসলাম চৌধুরীসহ তিন প্রকৌশলীকে দেশের বিভিন্ন সিটি করপোরেশনে বদলি করা হয়। এর মধ্যে মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে বরিশাল সিটি করপোরেশনে নির্বাহী প্রকৌশলী পদে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে রংপুর সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আবদুল্লাহ মোহাম্মদ হাশেমকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সহকারী প্রকৌশলী পদে বদলি করা হয়েছিল।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরে বাতি নেভানোর ঘটনায় সিটি করপোরেশনের অবহেলার অভিযোগ এনেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ১৪ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে বরখাস্তের দাবি জানায়। এরপর ওই দিনই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছিল সিটি করপোরেশন। কিন্তু সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় ঝুলন কুমার দাশকে রংপুর সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে বদলি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এখন আবার আরেক দফা বদলি করে রংপুর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে ফেরত পাঠাল স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, তিন শর্তে ঝুলন কুমার দাশকে বদলি করা হলো। এগুলো হলো, এই কর্মকর্তা বেতন-ভাতাসহ পদের সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে পাবেন। বর্তমান কর্মস্থল থেকে ১০ ডিসেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগ দিতে হবে। না হলে ১১ ডিসেম্বর থেকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) মর্মে গণ্য করা হবে। এই কর্মকর্তার জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অবসরোত্তর সুবিধা মূল কর্মস্থল থেকে নির্ধারিত হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রকৌশলী ঝুলন কুমার দাশকে চট্টগ্রাম সিটি করপোরেশনে বদলি করা হয়েছে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার জন্য।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে করা তদন্ত কমিটি নগরের সড়কবাতি নেভানোর বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সরাসরি সংশ্লিষ্টতা পায়নি বলে জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সরাসরি জড়িত না হলেও বাতি নেভানোর ঘটনায় ঝুলন কুমার দাশ দায় এড়াতে পারেন না। যদিও তদন্ত কমিটি শাস্তির বিষয়ে কোনো সুপারিশ করেনি। এখন তাঁকে চট্টগ্রাম সিটি করপোরেশনে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কী ধরনের শাস্তি নেওয়া হবে, তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
ঝুলন কুমার দাশকে চট্টগ্রামে বদলি করার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এখনো ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের দোসর ঝুলন কুমার দাশকে সিটি করপোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যাঁরাই পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন, তাঁদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। তাঁরা আশা করছেন, ফ্যাসিবাদীর দোসরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। যদি তা করা না হয়, তাহলে কর্মসূচি দেবেন তাঁরা।