গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: তিন আসামির দুই দিন করে রিমান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় রোববার সকালে তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালতে তিন আসামির পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই তিন আসামি হলেন মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। তাঁদের আজ আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান প্রথম আলোকে বলেন, তিন আসামিকে সড়ক নিরাপত্তা আইনের মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন নিহত মুহতাসিমের ফুফা জাকির হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। এ রকম কাজ যাতে আর ভবিষ্যতে না হয়। আর কোনো মা-বাবার কোল যেন শূন্য না হয়।’

এদিকে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ৯টার দিকে সাত-আটটি গাড়িতে করে নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে আসেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা আদালত প্রাঙ্গণে ন্যায়বিচারের দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন।

বুয়েটের শিক্ষার্থীদের পক্ষে হাসিব আজাদ সাংবাদিকদের বলেন, ‘মামলার যাবতীয় কর্মকাণ্ড আইন অনুযায়ী চলবে বলে আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি। ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনায় প্রাণহানি না ঘটে। আমার ভাইয়ের মতো আর কোনো সহপাঠীর মৃত্যু যাতে না হয়, এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’

গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফুটের নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় তল্লাশিচৌকিতে দাঁড়ানো বুয়েটের তিন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। আহত হন তাঁর দুই সহপাঠী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। ঘটনাস্থল থেকেই গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার পুলিশ। পরে রূপগঞ্জ থানায় মুহতাসিমের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।