ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির মাছবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই দুই ট্রাকচালকের সহকারী।
নিহত দুজনের মধ্যে একজনের নাম ইমন হাসান (২১)। তিনি খুলনা শহরের বাস্তুহারা কলনির নুর হোসেনের ছেলে। নিহত ইমন মাছবোঝাই ট্রাকচালকের সহকারী। নিহত অপরজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তিনি বালুভর্তি ট্রাকচালকের সহকারী।
হাইওয়ে পুলিশের মোল্লাহাট ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ফকিরহাটের ফলতিতা বাজারসংলগ্ন চেয়ারম্যান বাড়ি এলাকায় বালুভর্তি একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় মহাসড়কের ওপর দাঁড় করিয়ে মেরামতের কাজ করা হচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে আসা খুলনাগামী মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকচালকের সহকারী নিহত হন। লাশ দুটি উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।