ফেনীতে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠা লেখাটি দেখতে উৎসুক জনতার ভিড়। আজ সোমবার বিকেলেছবি: প্রথম আলো

বেলা ২টার দিকে হঠাৎ মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’। বেলা সোয়া তিনটা পর্যন্ত প্রদর্শন করা হয় লেখাটি। দেখতে পেয়ে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় ডিজিটাল স্ক্রিনের দায়িত্বে থাকা অপারেটরকে। আজ সোমবার এ ঘটনা ঘটেছে ফেনী শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে।

মসজিদের খতিব মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, তিনি ঢাকায় রয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছ থেকে ফোন পেয়ে তিনি বিষয়টি জেনেছেন। ওই অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোহাম্মদ সাইফুল্লাহ আরও বলেন, গত ১২ নভেম্বর মসজিদের পরিচালনা কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। এরপর মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার দেখা করে বিষয়টি জানানো হলেও দেড় মাসে নতুন কমিটি হয়নি। পুরোনো কমিটির কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। অথবা কোনা কারসাজির মাধ্যমে এ ঘটনা ঘটানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সমন্বয়ক মুহাইমিন তাজিম বিকেলে প্রথম আলোকে বলেন, মসজিদের কমিটিতে আওয়ামী লীগের লোকজন আছেন। তাঁরাই এমন ন্যক্কারজনক কাজ করেছেন। এ ঘটনায় সন্ধ্যায় বড় মসজিদের সামনে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদের ডিজিটাল স্ক্রিনে সাধারণত নামাজের সময়সূচি প্রদর্শিত হয়। এর পরিবর্তে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’ লেখাটি হঠাৎ ভেসে উঠলে অনেকে এর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মসজিদে দায়িত্বরত কর্মী জমির হোসেনকে আটক করা হয়েছে।

এর আগে ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনের ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’—এমন লেখা ভেসে উঠেছিল। গত ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর প্রদর্শন বন্ধ করে।