ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে উপনির্বাচনে প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় এলাকায় তাঁর কর্মী-সমর্থকেরা আনন্দ-উল্লাস করেছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর বিভিন্ন স্থানে আনন্দমিছিল করেছেন তাঁরা।
গতকাল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় কমিটির এক সভায় নায়েব আলী জোয়ার্দ্দারকে উপনির্বাচনে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। এ খবর পেয়ে তাঁর কর্মী-সমর্থকেরা এলাকায় আনন্দমিছিল করেন।
শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন, দলের প্রবীণ নেতা নায়েব আলী জোয়ার্দ্দার শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শৈলকুপার ১৪ নম্বর দুধসর ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যান হয়েছিলেন। সেই সঙ্গে ছিলেন শৈলকুপা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
এ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই অসুস্থ হয়ে গত ১৬ মার্চ মারা যান। এতে আসনটি শূন্য হয়। আব্দুল হাই ২০০১ সাল থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য ছিলেন। হয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীও। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ মে এবং আগামী ৫ জুন উপনির্বাচনের ভোট গ্রহণ হবে।
এদিকে ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের স্ত্রী সেলিনা পারভীন, দলের প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, শিল্পপতি নজরুল ইসলাম ওরফে দুলাল বিশ্বাস, শিল্পপতি সাইদুর রহমান সজল, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম, সাধারণ সম্পাদক শিকদার ওয়াহেদুজ্জামানসহ ২৫ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দলীয় মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ার্দ্দার।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নায়েব আলী জোয়ার্দ্দার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সর্বকনিষ্ঠ গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কে সি কলেজ ছাত্রলীগের সাবেক এজিএস, ঝিনাইদহ জেলা যুবলীগের সাবেক সহসভাপতি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য।