দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৫
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস-এর ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মৌচুষা গ্রামের দীপপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া গ্রামের পঞ্চানন চন্দ্র রায় (৩৩), তাঁর স্ত্রী তাপসী রানী রায় (২৮), ছেলে দীপ্ত চন্দ্র রায় (৩), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের তপু চন্দ্র রায় (১৯) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের পাওলিনা হেমব্রম (১৪)।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে রাতে রামচন্দ্রপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এক সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল গিয়ে তাঁদের আটক করে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।