নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও একটি বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড সড়কে নাফ পরিবহনের বাসে এ আগুন দেওয়া হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুই নম্বর ঢাকেশ্বরী এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। যেখানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে শত শত লোকের আনাগোনা ছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসটি পুড়ে গেছে। তিনি বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে পাম্পের সামনে লাব্বাইক পরিবহনের বাস ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ওই ঘটনায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে একটি গ্যারেজে লাব্বাইক বাসে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। পরে গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কীভাবে গাড়িতে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটল, তা কেউ বলতে পারছেন না।