চট্টগ্রামে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৫ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওমর ফারুক (২০) ও শাবানা (৩০)। ফারুক গতকাল রাতে এবং এর আগের দিন শনিবার শাবানা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রথমজন রোববার সকালেই ভর্তি হয়েছিলেন চমেক হাসপাতালে। দ্বিতীয়জনকে ১৪ নভেম্বর ভর্তি করা হয়। ফারুক বান্দরবানের লামার বাসিন্দা। শাবানার বাড়ি সন্দ্বীপে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে ৩৯ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে সরকারি হাসপাতালে ২৫ জন ও বেসরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৪ জন।