সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে মির্জাপুর থানায়, ফাঁসির দাবিতে ফটকে বিক্ষোভ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে বিক্ষোভ। আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানা ফটকেছবি: প্রথম আলো

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা কারাগার থেকে তাঁকে মির্জাপুর থানায় আনার পর দুপুরের দিকে থানার সামনে ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এই বিক্ষোভে অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা এলাকায় গুলিতে আহত হয়ে মারা যান কলেজছাত্র ইমন। ওই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে টাঙ্গাইলের জেলহাজত থেকে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে আনে মির্জাপুর থানা-পুলিশ। খবরটি এলাকায় ছড়িয়ে যায়। পরে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর ফাঁসির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মির্জাপুরের পুরোনো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করে; যা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে থানার ফটকে কিছুক্ষণ অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

পরে থানার অদূরে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্যসচিব হাবিব সিকদার, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী বক্তৃতা করেন। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

সমাবেশের পর পুনরায় তাঁরা সদরে বিক্ষোভ মিছিল করে বাইপাস বাসস্ট্যান্ডে কর্মসূচি শেষ করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, আজ আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের জেলহাজত থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। আগামী মঙ্গলবার তাঁর জিজ্ঞাসাবাদের সময় শেষ হবে।