চাকা পাংচার হয়ে ট্রাকের নিচে ব্যাটারিচালিত ভ্যান, নিহত ২
নাটোরে ব্যাটারিচালিত ভ্যানের চাকা পাংচার হয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে ভ্যানচালক ও ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে আলফু থান্দার (২৮) এবং নিহত ট্রাকচালক মো. মোস্তাকিন (৪৫) বাগেরহাটের কচুয়ার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি ভ্যান কদিমচিলান এলাকায় আঞ্চলিক সড়ক থেকে নাটোর-পাবনা মহাসড়কে ওঠার পর পরই চাকা পাংচার হয়ে যায়। তখন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর অভিমুখী সুপারি বহনকারী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানচালক আলফু থান্দার ঘটনাস্থলে নিহত হন। ট্রাকচালক মো. মোস্তাকিন গুরুতর আহত হয়ে ট্রাকের মধ্যে আটকা পড়েন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।